২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন-২০২৩ এ অংশগ্রহন করতে থাইল্যান্ড যাচ্ছে দিনাজপুরের ৩জন প্রতিযোগী শিক্ষার্থী।
প্রতি বছরের মতো স্মার্ট ব্রেইন হেডকোয়াটার্স থাইল্যান্ড ২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন-২০২৩ আয়োজন করতে যাচ্ছে যা ১৩ আগষ্ট-২০২৩ রোববার থাইল্যান্ডের পাতায়ায় লংনুচ গার্ডেনের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশসহ ১৮টি দেশের ৪’শ টিরও বেশী শাখা হতে ১২’শ এর ও বেশী শিক্ষার্থী প্রতিযোগিতায় অ্যাবাকাস এবং মেন্টাল অ্যারিথমোটিক এ তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করবে।
উক্ত কম্পিটিশনে এ বছর সারা বাংলাদেশ থেকে ব্রাঞ্চ কম্পিটিশন এবং ন্যাশনাল কম্পিটিশন থেকে নির্বাচিত দিনাজপুরের ৩জন শিক্ষার্থী উক্ত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহন করার উদ্দেশ্যে থাইল্যান্ড যাত্রা করবে ১১ আগষ্ট। তারা দিনাজপুরবাসীর কাছে দোয়া চেয়েছে। উল্লেখ্য, গত বছর ২০তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২২ থাইল্যান্ড থেকে দিনাজপুরের ২জন প্রতিযোগী তাদের ইন্ডিডিজুয়াল লেভেলে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ১৮টি দেশের মধ্যে টিম কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পুরষ্কার প্রিন্সেস কাপ অর্জন করে। এবার দিনাজপুর থেকে যে ৩জন শিক্ষার্থী থাইল্যান্ড যাচ্ছে তারা হলো দিনাজপুর স্কুল অব লেবারেটরস্ স্কুলের ছাত্র মোঃ মানসিব আহনাপ নিরুপ, ছাত্রী সামিরাহ্ জাহান আরোহী ও সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজ এর ছাত্র মোঃ আব্দুর রউফ।