মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় হরিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, আনোয়ার হোসেন,হরিপুর সদর ইউনিয়নের সভাপতি মোনাব্বর আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,তাতী লীগের সভাপতি মাসুদ রানা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনসারুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী,
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আকতার শিখাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।