পঞ্চগড় প্রতিবেদক\কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মহীন অসহায় মানুষদের কর্মসংস্থানের জন্য পঞ্চগড়ে ২০জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
শনিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পঞ্চগড় শাখার আয়োজনে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মহীন অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান, আরিফ হোসেনসহ ব্যাংকটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় অসহায় দুস্থ ও কর্মহীনদের সামাজিকভাবে স্বচ্ছল এবং স্বাবলম্বী করতে ন্যাশনাল ব্যাংক দেশব্যাপী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে। যাতে করে তারা সংসার পরিচালনার ক্ষেত্রে অবদান রাখতে পারে। বর্তমান সরকার নারী বান্ধব। সে কারণে নারীরা যেন পিছিয়ে না পড়ে ন্যাশনাল ব্যাংক তা সব সময় খেয়াল রাখে। আগামীতেও ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।