দিনাজপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর মোঃ নাজমুল হক’কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ৫ আগষ্ট-২০২৩ শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী কার্যালয় প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয় আব্দুস সামাদের সভাপতিত্বে। সভায় ১৪জন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী পরিষদ ভেঙ্গে দিয়ে মোঃ নাজমুল হক কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, বাবু রনজিৎ সিংহ, মকছেদ আলী মঙ্গলীয়া, অধ্যাপক সর্দার শফিউল আলম বুলবুল, এ্যাডঃ নুরুল ইসলাম, লুৎফর রহমান ও সৈয়দ শফিকুর রহমান পিন্টু। এই ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সদস্যরা ০৩ (তিন) মাসের মধ্যে নিয়মিত কার্যকরি কমিটি গঠন করবে।