হরিপুর ( ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩৫ পিছ ইয়াবা ও ২শ গ্রাম গান্জাসহ সুলতান আলী (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৮আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলাম, এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোসসহ উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড় গ্রামে অভিযান চালিয়ে ৩৫পিছ ইয়াবা ও ২শ গ্রাম গান্জাসহ সুলতানকে হাতেনাতে আটক করে।
আটক সুলতান আলী উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাও গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।