বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি।।- দিনাজপুরের বীরগঞ্জে মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত করা হয়। সোমবার বিকেলে অভিযানে শিবরাম হোটেল মালিক শিবরামের কাছে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৩ হাজার ও এল ভি সে স্টোরের মালিক রুস্তম হোসেনের ৩ হাজার সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় বীরগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ও পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।তদারকি কালে শিবরাম হোটেলে ফ্রিজে কাঁচা মাছ ও দই রাখার অপরাধে ও এল ভি স্টোর মুদি দোকানে অপরিস্কার অবস্থায় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।