শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে হাত-পা বাধা পলিথিনে মোড়ানো মাদ্রাসা ছাত্র উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১২, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রহিদুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী।
শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া গ্রামে তার বাড়ির পিছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
রহিদুল ইসলাম ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও পাচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।
ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান জানান, শনিবার ভোর ৪টার দিকে প্রতিদিনের নেয় ছাত্রদের ফজরের নামাজ পড়তে উঠিয়ে দেওয়া হয়। পরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির খড়ের গাদার পাশ্বে থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

তার গোগো শব্দে আশপাশের লোকজন এসে পলিথিনে মোড়ানো বাঁধন খুলে অসুস্থ অবস্থায় মাদ্রাসা ছাত্র রহিদুলকে বের করে আনে।

রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা? এ ঘটনায় জড়িত তার কোন কুল কিনারা করতে পারেনি তার পরিবার।

ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আরও জানান, ঘটনাটা রহস্যজনক, তার বাবা-মা এ ব্যাপারে কোন ধারণা দিতে পারছেন না।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কোন সমস্যা না থাকায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

এলাকাবাসি জানান, কেউ বা কাহারা এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে বা মাদ্রাসার সুনাম নষ্টের জন্যে এঘটনা ঘটিয়েছে।

হরিপুর থানার উপ পরিদর্শক(এস আই) রাশিদুল ইসলাম বলেন, ৯৯৯ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের বর্ণাঢ্য রথশোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

বীরগঞ্জে হামরা বীরগঞ্জিয়া প্রতিনিধি পরিষদের ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ডাঁটা ব্যবহার হচ্ছে ঝিঙের খুঁটিতে