রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নানা কর্মসুচীতে দিনাজপুরে করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপসাংবাদিকতার বেড়াজালে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে-এমপি গোপাল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৩, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অপসাংবাদিকতার বেড়াজালে পেশাজীবি ও প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে উল্লেখ করে বলেছেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের যে কোন সমস্যা ও অর্থনৈতিক সমস্যায় সহযোগিতার হাত প্রসারিত করেন শেখ হাসিনা। তাই সাংবাদিকদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা স্বাধীনতা বিরোধীসহ গনতন্ত্রকে যারা হত্যা করতে চায় লেখনি মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। তিনি প্রকৃত সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে অপসাংবাদিকদের প্রতিহত করতে হবে। তিনি দৈনিক করতোয়াকে উত্তরবঙ্গের অসহায়, দরিদ্র মানুষের জন্য ও উন্নয়নের মুখ্যপাত্র উল্লেখ করে বলেন, আমাদের প্রত্যাশা থাকবে দিনাজপুর সহ উত্তরবঙ্গের মানুষের জন্য দৈনিক করতোয়ার কঠিন ইস্পাত লিখনি সোচ্চার থাকবে।
শনিবার দৈনিক করতোয়া ৪৮ বছরে পদার্পন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে করতোয়া দিনাজপুর অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম), দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক শামীম কবীর। স্বাগত বক্তব্য রাখেন করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার শহিদ মাহবুব হিরু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলেয়া বেগম স্বপ্না, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোকসেদুল রহমান সাহাজাদা, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, মহিলা লীগ নেত্রী আইরিন লতিফ, শাহনাজ শিউলি, সম্পা দাস মৌ, বিজনেস গ্রæপের এডমিন বর্ণি ইসলাম, রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু প্রমুখ।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। আলোচনা সভা শেষে বর্নাঢ্য র‌্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থা, দিনাজপুরের উদ্দ্যোক্তাবর্গ, দিনাজপুর বিজনেস গ্রæপ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, পৌর মহিলা আওয়ামীলীগসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল মান্নান।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে পাঠক প্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৪৮ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সহ সভাপতি সমীর রঞ্জন ধর, য্গ্নু সাধারন সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, শামীম আযাদ, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, বোচাগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি সুশেন চন্দ্র রায়, বোচাগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুব আলম, সাংবাদিক বরুন চন্দ্র সরকার, রফিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ ফরিদ, মোঃ রাসেল প্রমুখ। পরে এক বর্নাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৪৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিরল উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং পুণরায় একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রায় দৈনিক করতোয়ার বিরল উপজেলা প্রতিনিধি ও বিরল প্রেস ক্লাবের সভাপতি এম.এ কুদ্দুস সরকারের নেতৃত্বে অংশ গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার, বিরল থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, কোষাধক্ষ্য নুরে আলম সিদ্দিকী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব লীগের সভাপতি আব্দুল মালেক, দৈনিক করতোয়ার পাঠক লুৎফর রহমান চৌধুরী, ফারুক আজম, পৌর কাউন্সিলর গোলাম রাব্বানী, সাংবাদিক দিপঙ্কর রায়, সমাজ সেবক কাওছার আলী, বিশ্বজিৎ কুমার এবং শিক্ষক আমিনুল ইসলাম। এছাড়াও শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। শোভা যাত্রা শেষে উপজেলার মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৮ বছরে পদার্পণে দৈনিক করতোযা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার দুপুর ১১ টায ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সভাকক্ষে দৈনিক করতোযা’র প্রতিনিধি সিনিযর সাংবাদিক জিল্লুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোযার।
অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন এর সঞ্চালনায বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,ঘোড়াঘাট ইউপি চেযারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট পৌরসভার নারী কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
এসময ঘোড়াঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক একরামুল হক, সামসুল ইসলাম, মীর হান্নান, আবু সুফিযান, সুলতান কবির, মাহফুজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাকিবই ম্যাচ ও সিরিজসেরা

ঠাকুরগাঁওয়ে পৌরসভার ময়লার ভাগাড়, ৬৫ বছরেও হয়নি জায়গা নির্ধারণ

নবাবগঞ্জের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অবস্থান ধর্মঘট

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাটের নামে জমি পত্তনের দাবী

বীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের কঠোর হুশিয়ারী