পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার অফিসের আয়োজনে ৫’শ জন নারী সদস্যের মাঝে বনজ ও ফলজ গাছের ৫টি করে চারা বিতরণ করা হয়। এ সময় জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া, গ্রামীণ ব্যাংক জাবরহাট শাখার ম্যানেজার পূন্য চন্দ্র বর্মন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।