হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: আগামী ৪ জুন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সভাপতি পদে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দীন, সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক মঞ্জু। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসেন, ২নং আমগাঁও ইউনিয়নের সাবেক ইউনিয়ন সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার ও দুলাল হোসেন। সাংগঠনিক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. ইব্রাহীম আলী ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী।
হরিপুর দলীয় কার্যালয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনারের নিকট তারা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৪জুন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হরিপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৪২৬ জন।