বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই কর্মকর্তা ছুটিতে,অফিস তালাবদ্ধ, ভোগান্তীতে সাধারণ মানুষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসের দুই উপ-সহকারী ভুমি কর্মকর্তা এক সাথেই ছুটিতে থাকায় ইউনিয়ন ভুমি অফিসটি ছিল তালাবদ্ধ। এতে সাধারণ মানুষেরা সেবা নিতে এসে বেশ ভোগান্তীতে পড়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসটি তালাবদ্ধ। অফিসের বারান্দার ইলেকট্রিক বাল্পটি সুইচ অন করানো রয়েছে।

জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভুমি অফিসে দুইজন উপ-সহকারী ভুমি কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থজনিত কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। রেজাউল করিমের ছুটি নেওয়ার কারণে অপর ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান একাই অফিস পরিচালনা করছিলেন। কিন্তু তিনিও হঠাৎ করেই গতকাল বুধবার অফিসে আসেনি। তিনি অফিসে না আসায় অফিসটি ছিল তালাবদ্ধ। অফিস তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহিতা সেবা নিতে এসে বাড়ী ফিরে গেছেন। অনেকে জমি রেজিষ্টি করার জন্য খাজনা দিতে এসে ঘুরে গেছেন। কেউ বা আবার খারিজ সংক্রান্ত কাজে এসে ঘুরে গেছেন।

অফিস বন্ধ দেখে এ প্রতিবেদক দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, তিনি ছুটি নিয়ে তার নিজ জেলা নওগাঁয় এসেছেন। তার মামলার তারিখ রয়েছে তাই।

এদিকে ভুমি অফিসটি তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহিতা দীর্ঘসময় অফিস খোলার অপেক্ষায় থেকে বাড়ী ফিরে গেছেন। সেবাগ্রহিতা এনামুল হক বলেন, চেকপোস্ট গ্রাম থেকে তিনি সকাল ১০টায় এসেছেন একটি খাজনার চেক কাটার জন্য। কিন্তু বেলা ১২টা প্রযর্ন্ত অপেক্ষা করেও ভুমি অফিস না খোলায় তিনি বাড়ী ফিরে এসছেন। একইভাবে জগদল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সরকারী অফিস এভাবে বন্ধ থাকবে এটা মেনে নেওয়া যায় না। বুধবার ছাড়া জমি রেজিষ্ট হয় না। আজ বুধবার তাই জমির খাজনা দিয়ে চেক নিতে এসেছি। খাজনার চেক নিয়ে ৫শতক জমি অন্যের কাছে বিক্রি করেছি। তা রেজিষ্টি দিব। অথচ অফিসটি বন্ধ। ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন,তার মতো প্রায় দশজন মানুষ সেবা না পেয়ে ভুমি অফিস থেকে ঘুরে গেছেন।

রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা জানান, ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আতাউর রহমান মৌখিক ছুটিতে তার গ্রামের বাড়ী নওগাঁতে রয়েছেন। অফিস বন্ধের বিষয়টি নিয়ে তিনি বলেন, অফিসটি খোলার জন্য লোক পাঠানো হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হজ্ব ও উমরা সেমিনার

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

হরিপুর উপজেলা আমগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে র‌্যালী

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালকের ইন্তেকাল

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্ত হওয়া যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

বোচাগঞ্জ উপজেলা অাইন শৃংখলা কমিটির মাসিক সভা