চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে একরামুল হক নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টায় চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউপির দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়াপাড়া) পাঠানপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত একরামুল হক (৫৫) চিরিরবন্দরে সাঁইতাড়া ইউপির দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়াপাড়া) পাঠানপাড়ার মৃত বাহারউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একরামুল হক গত বৃহস্পতিবার দিনব্যাপি ইজিবাইক চালিয়ে দিবাগত রাতে নিজ বাড়ির আঙিনায় তার বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে দেয়। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টার দিকে বৈদ্যুতিক লাইনের চার্জার খুলতে গিয়ে ইজিবাইকটিতে হাত দেয়ার সাথে সাথে একরামুল হক বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।