সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির খামার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৪, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির খামার। এই পাখির খামারে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতরের ডিম থেকে বাচ্চা উৎপাদনের পর বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন খামার মালিক মুক্তদেরুল ইসলাম মুক্তা।
বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের শেখরপুর ধদৈর গ্রামে গড়ে উঠা পাখির খামার প্রসঙ্গে কথা হয় খামার মালিক রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের তদন্ত কর্মকর্তা চাকুরীজিবী মুক্তাদেরুল ইসলাম মুক্তার সাথে। তিনি জানান, ২০১১ সালে ঢাকায় লেখাপড়া সময় সৌখিনতা বশতঃ পাখি পোষা শুরু করেন। সেই থেকে ঢাকাতেই গড়ে তোলেন ছোট একটি পাখির খামার। লেখাপড়া ও চাকুরীর পাশাপাশি পাখি পোষা ও ডিম থেকে বাচ্চা ফোটানো এবং তা বাজারে বিক্রি করে লাভজনক ব্যবসায় পরিনত হওয়ায় তিনি খামারটি বাণিজ্যিকভাবেই গ্রহন করেন। গত ২০২০ সালে করোনার কারনে ব্যবসায় মন্দা ভাব ও ঢাকা থেকে রংপুরের কর্মস্থলে যোগদান করায় পুরো পাখির খামারটি নিজ গ্রামের বাড়ীতে নিয়ে আসেন। ২০২১ সাল থেকে বোচাগঞ্জ উপজেলার শেখরপুর ধদৈর গ্রামের নিজ বাড়ীর দুইটি কক্ষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর লালন পালন করে আসছেন। ইতিমধ্যে বিভিন্ন এলাকার মানুষ পাখির খামারে এসে পরিদর্শনের পাশাপাশি পাখিও কিনছেন। খামার মালিক জানান, বর্তমানে তার খামারে লাভ বার্ড, কোকটাইল, গোভিয়ান ফিনস্, বাজারিকা, ইন্ডিয়ান রিংকলেক, রেম্প, পনুর সহ অসংখ্য জাতের পাখি রয়েছে এছাড়াও এমেরিকা কিং, এন্দোনেশিয়ান মুনডিয়ান, কোমরিয়ান পোর্টার, হাউজ পিজিয়ন সহ বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। এসব পাখি ও কবুতরের ডিম তার নিজস্ব মেশিন ও প্রযুক্তি দিয়ে বাচ্চা ফোটানো হয়ে থাকে। যা পরবর্তিতে চাহিদা অনুযায়ী বিক্রি করা হয়। প্রতি মাসে পাখির খাবার ও পরিচর্চা বাবদ যে পরিমান খরচ হয় সে তুলনায় বিক্রিও হয় ভাল। তাই খামার নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন মুক্তাদেরুল ইসলাম মুক্তা। তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি জানান, খামারের পরিধি বৃদ্ধি ও বেশি বেশি নিত্য নতুন প্রজাতির পাখি সংগ্রহ করবেন তিনি। ব্যতিক্রমি এই পাখির খামার দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভীর করছেন তার বাড়ীতে। অনেকেই পাখির খামার দিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য পরামর্শও গ্রহন করছেন। কোলাহল মুক্ত গ্রাম্য পরিবেশে খামারের পাখির কিচিরমিচির শব্দ প্রতিবেশী সহ দর্শনার্থীদের প্রতিনিয়ত আকৃষ্ট করছে। পাখির খামারের মালিক মুক্তার পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ছোট বেলা থেকেই তার ছেলের পশু পাখির প্রতি দূর্বলতা ছিল। ঢাকায় লেখাপড়ার পাশাপাশি সে প্রজাতির পাখি সংগ্রহ করে পরিচর্চা করে এবং অল্প অল্প করে নিজেই ছোট একটি খামার গড়ে তোলে। সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষন, উৎপাদন ও বিপনন করছে সে। ছেলের সফলতায় পিতামাতার পাশাপাশি গ্রামবাসীও দারুন খুশি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

দিনাজপুরে আইডিয়াল একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

বীরগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে

বিমান দু.র্ঘট.নায় প্রাণহা,নিতে দিনাজপুর মহিলা পরিষদের শো,ক র‌্যালী

সমাবেশের নামে বিএনপি জনগনের উপর আঘাত করলে আওয়ামী লীগ বসে আঙ্গুল চুষবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

বীরগঞ্জ থানায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই