বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ কামালের জন্মদিন আজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৫, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। তবে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে আজও স্মরণ করা হয় শ্রদ্ধাভরে।

শেখ কামাল ছিলেন ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ‘৬৯-এর গণ-অভু্যত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে রয়েছে তার বীরত্বপূর্ণ ভূমিকা। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন

শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। সে সময় শেখ কামাল বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও নাট্যচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন। খুবই কম বয়সেই তিনি আত্মপ্রাকাশ করেন ক্রীড়া উদ্যোক্তা হিসেবে। তিনি দেশে আধুনিক ফুটবলের ধারক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

প্রতি বছর দিনটিকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নানা কর্মসূচি থাকলেও করোনার কারণে এবার তা অনেকটাই সীমিত করা হয়েছে।

আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পেঁপে চাষে সফলতা পেয়েছেন সাকিনুর ইসলাম

চিরিরবন্দরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণের সমাপনী

বীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জামায়াতের পরিদর্শন

বীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাষা আন্দোলনের ৬৯ বছরেও স্বীকৃতি পাননি প্রয়াত দবিরুল ইসলাম