মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার নজরুল পরিষদ বোচাগঞ্জ এর আয়োজনে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশন করা হয়েছে। রাত ৮টায় অধ্যক্ষ আব্দুর রশিদ গণগ্রন্থাগার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পরিষদ বোচাগঞ্জ শাখার সভাপতি মোঃ নইম শাহ। নজরুল পরিষদ বোচাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোঃ খাদেমুল নবী চৌধুরী বাদল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নজরুল পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। প্রধান বক্তা ছিলেন নজরুল পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন আহমেদ রয়েল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, দিনাজপুর জেলা পরিষদ এর প্যালেন চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ, রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সেতাবগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী প্রমুখ। সভায় বক্তারা বলেন, নজরুলকে তো আমরা ফিরে পাবোনা। নজরুলের যে চিন্তা চেতনা, নজরুলের যে ভাবধারা, নজরুলের যে মানুষের প্রতি ভালবাসা সেটি আমাদেরকে লালন করতে হবে। সেটি লালন করতে হলে আমাদেরকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষনা করতে হবে। নজরুলকে নিয়ে আমরা যদি গবেষনা করতে পারি তার দেখানো পথে চলতে পারি তাহলে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করতে পারবো। এসময় সাংস্কৃতিক মোনা ব্যাক্তিবর্গসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।