রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৪, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে হরিপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ছেলে আকরাম কে অন্যায়ভাবে নির্যাতন করে পুলিশ কাষ্টরিতে হত্যা করা হয়েছে।

শুক্রবার(১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আকরামের মৃত্যুতে আয়োজিত এক শোক সভার উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পুলিশের হেফাজতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন একটি রাষ্ট্রের কি অবস্থা দাড়ায়। মানুষ কি ভাববে? মানুষ ভাববে দেশে কোনো আইনের শাসন নাই। এখানে যারা রক্ষক তারাই হয়েগেছে নির্যাতনকারী ভক্ষক। আজকে আ.লীগ সরকার এই রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে দেশকে পরাধীন করে রেখেছে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি।

তিনি বলেন, আ.লীগ সত্যিকার অর্থে এই দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এখন সবকিছু নির্ধারণ করে পুলিশেরা। এখন আর আ.লীগ নাই, এখন এটা পুলিশ লীগ। পুলিশ বলে কিসের আ.লীগ, আমরাইতো সরকারকে টিকিয়ে রেখেছি।

মির্জা ফখরুল আরও বলেন, আমার প্রশ্ন একটাই, আজ পুলিশ কাষ্টরিতে কেনো যুবদল নেতা আকরামকে প্রাণ দিতে হলো। একজন সুস্থ সবল যুবককে পুলিশ ধরে নিয়ে গেলো। তিনি জামিনে ছিলেন তার পরেও পুলিশ ধরে নিয়ে গেলো। এটা শুধু হরিপুরের ঘটনা নয় সারা দেশে আজ এমন ঘটনা ঘটছে। আমাদের আন্দোলন চলাকালীন সময়ে ৩০ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৭শ থেকে ৮শ মানুষকে গুম করে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, সোমবার (০৮ এপ্রিল) দুপুরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ৪০ বছর বয়সী আকরাম হোসেনের। আকরাম হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। এই ঘটনায় অসুস্থ জনিত কারনে মৃত্যু বলে পুলিশ জানালেও পুলিশের নির্যাতনেই আকরামের মৃত্যু হয়েছে বলে দাবি করে বিএনপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং !

দিনাজপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুর সিলিন্ডার বিস্ফোরণে নারী পুরুষ ও শিশুসহ ৮ জন অ-গ্নিদ-গ্ধ, একজনকে জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে স্থানান্তর

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

হিলি রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সায়েন্টিফিক পেপার এবং থিসিস লেখার প্রশিক্ষণ

বীরগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই সহোদরের জেল ও জরিমানা

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু দুর্ঘটনার পর ট্রাকটি পাট নিয়ে অবস্থান করছে ভারতে

রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন