দিনাজপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে দিনাজপুর শহরে ৩ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন এবং বোচাগঞ্জে ৬০পিস ট্যাপেন্টডাল ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের সোমবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
দিনাজপুরে ৩হাজার ১০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মাসুম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ওসি এ এফ এম মনিরুজ্জামান মন্ডল ।
গেলরাতে অভিযান চালিয়ে শহরের শাখাহারী পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নুর ইসলাম, শাহীনুর ইসলাম,সুমন। আটক ৩ জন ই পেশাদার মাদকব্যাবসায়ী, তারা পাইকারি ও খুচরা মাদক বিক্রয়ের লক্ষ্যে একত্রিত হয়েছিল এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় তাদের আটক করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।দুপুরে আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনায় সেতাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ভড়রা এলাকা হতে মাদক হিসেবে ব্যবহার করা ৬০ পিস ট্যাপেন্টডাল ট্যাবলেটসহ ২ জন কে গ্রেফতার করে দিনাজপুর আদালতে প্রেরণ করেছে।
পুলিশের দায়ের করা এজাহারে জানা গেছে, ২৭ আগষ্ট সন্ধ্যার দিকে সেতাবগঞ্জ পৌরসভাধীন ভড়রা নামকস্থানে আশিক স্টোর এর সামনে হতে মোঃ লিটন ও প্রদীপ দাস কে ৬০ পিস ট্যাপেন্টডাল ট্যাবলেট সহ আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ২৮ আগষ্ট সোমবার সকাল ১১টায় তাদের ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। আটককৃত লিটন ভড়রা গ্রামের মৃত নুরল হক এর পুত্র ও প্রদীপ কৃষ্ণপুর গ্রামের সুধীর দাস এর পুত্র। এস,আই মোঃ শাহ আলমের নেতৃত্বে উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।