পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জ পৌর পরিষদের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন।
বৃহস্পতিবার ( ৪ ফেব্রæয়ারী) দুপুরে পৌর কার্যালয়ে বিদায়ী মেয়র কশিরুল আলম নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক-এর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্ত^র করেন।দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় উপ¯িথত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইমদাদুল হক, সাবেক ব্যাংক কর্মকর্তা ও আ’লীগ নেতা সাহাজান আলী,জেলা ওয়ার্কাস পাটির সভাপতি এ্যাড ফয়জুল ইসলাম , উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি আবু জাহেদ জুয়েল, পীরগঞ্জ উপজেলা ন্যাপের সম্পাদক এস এম মোশারফ হোসেন রকেট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক নুরুননবী চঞ্চল ,শফিক পাভেজ পরাগ,নবনির্বাচিত কাউন্সিলরগন , পৌরসভা কর্মচারী সংসদের নেতৃবৃন্দ।