পীরগঞ্জ প্রতিনিধি ঃ “পুষ্টি ,মেধা, দারিদ্র বিমোচন প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, খামারি নজরুল ইসলাম প্রমুখ।