শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২, ২০২৩ ২:২২ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নিখোঁজ হওয়ার একদিন পর দিনাজপুরের খানসামায় আত্রাই নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকালে নদীর বাদলাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।

নিহত যুবকের নাম যতন রায় (১৭)। তিনি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানার বালাপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা ১১ জন বন্ধু শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে নামে। এরপর যতন তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে এলাকাবাসীর সহযোগিতা নেয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল আসে। তারাও এসে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু না পাওয়ায় রংপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারাও ব্যর্থ হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য পীযূষ জানান, সন্ধ্যা হওয়ায় ডুবুরি দল কার্যক্রম বন্ধ করে দেন। পুলিশ ও আমাদের সহযোগিতায় স্থানীয় ডুবুরিরা রাতভর খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। তাতেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ সকালে মরদেহ ভেসে ওঠে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. নজরুল ইসলাম জানান, আমরা গতকাল খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমরা অনেক খোঁজাখুঁজির পর যখন পাইনি, তখন আমাদের রংপুরের ডুবুরি দল এসে খোঁজোখুঁজি করে। সন্ধ্যা হয়ে গেলে আমরা আমাদের কাজ স্থগিত রাখি। আজ সকালে মরদেহটি ভেসে ওঠে। আমরা সেখানে গিয়ে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করি এবং পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, নিখোঁজ হওয়া ছেলেটিকে খোঁজার জন্য ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরি দল আসে। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করলেও আমরা এলাকাবাসীকে নিয়ে রাতভর উদ্ধার কাজ অব্যাহত রাখি। পরে আজ সকালে মরদেহটি ভেসে উঠে। ফায়ার সার্ভিস আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে এবং আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রান্তিক জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আমিষের চাহিদা পূরণে দিনাজপুরে প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন

পার্বতীপুরে রেললাইনের পাশে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠন সমুহ

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

রানীশংকৈলের সাইক্লিং খেলোয়াড় জুঁই এর সময়ের দাবী একটি ভালো সাইকেল ; আর্থিক সহায়তায় অংশ নিলেন মেয়র

চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে  উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সকল প্রকার কুচক্রীমহলকে উৎখাত করবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

পঞ্চগড়ে তালাকপ্রাপ্ত স্ত্রী’র বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগিতায় কলেজ শিক্ষকের বাড়ি দখলের অভিযোগ

রাণীশংকৈল পৌর শহরে রাজবাড়ীতে ৫টি দোকান ঘর পুড়ে ছাই