হরিপুরে প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৌঁছেছে করোনার টিকা।
হরিপুরে করোনাভাইরাসের ৫শ ডোজ টিকা হরিপুর হাসপাতালে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে থ্রি হুইলারে আসে।
টিএইচ এ ডা. মোহাম্মদ মনিরুল হক খান এসব টিকা গ্রহণ করেন। এ সময় হরিপুর হাসপাতালের স্টাফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টি এইচ এ ডা. মোহাম্মদ মনিরুল হক খান জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ৫শ টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে।