বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজযরে লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ৮নং ওযার্ড আওযামীলীগের আয়োজনে কল্যাণীহাটে ইউনিযন আওযামীলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওযামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আবু হুসাইন বিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, ৬নং নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, ৬নং আওয়ামী যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম। এসময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি -সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।