দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এমএ কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ মোঃ জিন্নাহ আল মামুন ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান সুলতানা বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। “বিনিয়োগে অগ্রাধিকার- কন্যা শিশুর অধিকার” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার শারমিনাজ ইসলাম এর উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জেসমিন আকতার, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুর্ণবাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, ঊষা নারী উন্নয়ন সংস্থার সভাপতি নূরছাবা হোসেন, এমবিএসকে’র উপেন্দ্র নাথ রায়, পল্লীশ্রীর ম্যানেজার শামসুন নাহার, পরশ মনির সভানেত্রী আরমিনা হোসেন, সাধনা মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে ২ ক্যাটাগরিতে অনুষ্ঠিতব্য রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬জনকে উপহার প্রদান করা হয়। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ মহিলা বিষয়ক অফিস কর্তৃক জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন এর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, নারী উদ্দোক্তা মাহফুজা বেগম।