রবিবার শহরের নিমতলা (খালপাড়াস্থ) রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর এর ক্লাব অফিসিয়াল ভিজিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সকাল ৯টায় দিনাজপুর রোটারী ক্লাবের ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে সকল রোটারিয়ান সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা গভর্ণর ২০২৩-২৪ রোটারিয়ান মোঃ আশরাফুজ্জামান নান্নু।
দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ খাদিজা নাহিদ ইভার সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি, রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান পিপি আশিক ইকবাল টুটুল ও রোটারিয়ান পিপি শেখ ইমরান আহমেদ, এ্যাসিসটেন্ড গভর্ণর ও রংপুর পায়রাবন্দ রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান নাফিসা সুলতানা, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ নুর নবী, রোটারিয়ান পিপি আইএফএম ডাঃ শহিদুল ইসলাম খান, রোটারিয়ার পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল, রোটারিয়ান পিপি রনজিৎ কুমার সিংহ, রোটারিয়ান পিপি এসএম মমিনুল ইসলাম, রোটারিয়ান পিপি দিলরুবা চৌধুরী, রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম, রোটারিয়ান এ্যাডঃ হুসনাউল আসমা, দিনাজপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট (১৯৯৯-২০০০) সাংবাদিক মোঃ ইউসুফ আলী। উক্ত অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেক্রেটারী জেলা গভর্ণরসহ অন্যান্য অতিথিদের উপহার তুলে দেন।