আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্রতা দূরীকরণে দিনাজপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাসুনিয়াপট্টিস্থ ‘অন্বেষণ’ সংস্থার বাস্তবায়নে রোববার দুপুরে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ৫জন উপকারভোগী নারীকে ১টি করে গাভী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান উপকারভোগীদের হাতে গাভীগুলো হস্তান্তর করেন।
এসময় ‘অন্বেষণ’ সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার, সভাপতি কুশল চন্দ্র রায়, ইউপি সদস্য মো. রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরনের পূর্বে অভিজ্ঞ পশু চিকিৎসক দ্বারা গাভীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।