বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৫, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সে ভিডিও মুঠোফোনে ধারন করে পালিয়ে যাবার সময় সামিউল (২৬) নামের এক যুবককে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লি থানাধীন দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের মহেণ চন্দ্রের বসত বাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটককৃত যুবক পার্শ্ববর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে বলে নিশ্চিত করেছে ভুল্লি থানা পুলিশ।
জয়দেব,অনিল চন্দ্র সহ অন্যান্য স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় কিছু দুর্বৃত্ত। আগুনের লেলিহান দেখতে পেয়ে মহেণের প্রতিবেশিরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন চার যুবক আগুন দেবার পর মুঠোফোনে সে ভিডিও ধারন করছে। এসময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী খলিফাপাড়া গ্রামের খলিলের ছেলে সামিউলকে আটক করে এবং কালেশুরগাঁওয়ের মৃত একরামুলের ছেলে রবি সহ অন্য দুজন অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। তারা আরো জানান, আমাদের এ গ্রামে প্রায় ১২০ সনাতন ধর্মালম্বী বাড়ি রয়েছে। এর আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। যে ছেলেগুলি ভয়ানক এ কাজের সাথে জড়িত তাদের আমরা সব সময় আওয়ামীলীগ এর বিভিন্ন সভা সমাবেশ সহ নানা কর্মকান্ডের সাথে দেখেছি। তারা এ নেক্কারজনক কাজ করে আবার তা ভিডিও করছিলো এ কারনেই যে, এ ভিডিও তারা ছড়িয়ে দিয়ে বোঝাতে চেয়েছিল আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসেন সামিউলকে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নতুন বই পেয়ে খুশিতে আত্বহারা শিক্ষার্থীরা!

বিধিনিষেধ বাড়তে পারে আরও এক সপ্তাহ

এই দেশকে টেনে আর নিচে নামানো যাবেনা ———-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

বোচাগঞ্জে পরিবেশ বান্ধব চিমনি উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন ঘোষনা কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল