মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে সিভিএ কোর কমিটির আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সিভিএ ইন্টারফেইস কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম। কর্মশালার লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুস। সিভিএ প্রসেস, বিদ্যালয় নির্বাচন ও কোর কমিটির কার্যক্রম উপস্থাপনা করেন কোর কমিটির সভাপতি টুম্পা রায়, রুবিনা পারভিন। স্কোর কার্ড (গ্যালারী প্রদর্শন) করে কোর কমিটির অথবা শিশু এবং অভিভাবক প্রতিনিধি আরিফা আয়েশা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তু নিয়ে প্রামান্য চিত্র উপস্থাপন করেন সিনিয়র ম্যানেজার পিন্টু মন্ডল। প্রধান অতিথি সদর ইউএনও মতুর্জা-আল-মুঈদ বলেন অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখতে হবে। বালক-বালিকাদের জন্য আলাদা আধুনিক শৌচাগার তৈরী করতে হবে। এ ব্যাপারে শিক্ষক, এস.এম.সি, অভিভাবক ছাত্র-ছাত্রী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ব্যাক্তি বর্গদের সহযোগিতা প্রয়োজন সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।