বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনাজপুরে ১০দিনব্যাপী তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালিকা আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি কমিশনার মো. মনিরুজ্জামান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষক ঐশ্বর্য রহমান তিতাস। আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারি কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, শুধু প্রশিক্ষন নিয়ে থেমে থাকলে চলবে না। কারণ প্রশিক্ষনের পাশাপাশি চর্চা জরুরী। যে যেই প্রশিক্ষণ গ্রহণ করুক না কেন, নিয়মিত এর চর্চা করতে হবে। তবে আগে লেখাপড়া করতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলাও করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানদের খেলাধুলায় উদ্বুদ্ধ করবেন। মানসিক ভাবে সহযোগিতা করবেন।
এসময় প্রশিক্ষক বিপু রায়, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য ও আরচ্যারী উপ কমিটির আহবায়ক আনিস হোসেন দুলাল, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, আনোয়ারুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, আবু শাহিন, শাহিন পারভেজ, জুলফিকার আলীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর জেলা স্টেডিয়ামে ১০দিন ব্যাপী তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালিকা আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এতে ২০ জন তীরান্দাজ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষন গ্রহণকারীরা হচ্ছেন- রাকশি আক্তার, সানজিদা আক্তার, রিয়া আক্তার রিতু, খাদিজা বানু, বর্ষা, আরোবী আফরোজ, রুবাইয়া, আফরিন জাহান সুমি, মাইশা আক্তার মীম, ¯েœহা আক্তার সুরাইয়া, ফারজানা শাপলা, ইভা, লিজা, আয়শা বিন ওয়াহাব, রুমি আক্তার পারভীন, পূর্ণিমা আক্তার নুরী, মঞ্জুরিনা আক্তার ঝুমু, তানভীর তানিয়া দিয়া, রাইছা শাহা ও পূর্ণিমা।