বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১০, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সারাদেশের ন্যায় বৃহস্প্রতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ইএসডিও রানীশংকৈল শাখার প্রেমদীপ প্রকল্পের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রানীশংকৈল ইএসডিও অফিস থেকে একটি র‍্যালী বের হয় র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর হয়ে রানীশংকৈল বি এন বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আহমদ হোসেন বিল্পবের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার ইএসডিও’র এপিসি তোফাজ্জল হোসেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাংবাদিক আশরাফুল আলম, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ নেতা ও ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক প্রশান্ত বসাক ও উপজেলা ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খাইরুল আলম সহ ইএসডিও কর্মকর্তা কর্মচারীগন।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দলিত আদিবাসী মানুষকে নিয়ে এই আয়োজন করা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও