বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৪, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব। কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তা না হলে আবার যদি একাত্তরের পরাজিত শক্তির উত্থান হয়, তবে বাংলাদেশ হবে নব্য আফগানিস্তান।
বুধবার (৪ অক্টোবর ২০২৩) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ সময়োপযোগী সঠিক ভূমিকায় পালন করছে জননেত্রী শেখ হাসিনা। আজ অর্থনৈতিক মুক্তিকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার একটা বিপ্লব সাধন করেছে। আমাদের দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার আজকে প্রায় শূন্যের কোটায়। আজ প্রত্যেকটি অভিভাবক তাদের সন্তানকে শিক্ষাঙ্গনে প্রেরণের জন্য তাগিদ দেন। কারণ শিক্ষার ব্যয়ভার নিয়েছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্য বইয়ের লেখা করে জিপিএ-৫ পেলে চলবে না। প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা কি সেটি জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরাও ম্যাজিষ্ট্রেট, ইউএনও হয়ে দেশের কাজ করছে। তাই সকল শিক্ষার্থীকে অবশ্যই মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অসাম্প্রদায়িক হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খলসী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পাকেরহাট শিশু পার্ক উদ্বোধন

রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

পীরগঞ্জে বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ ।

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বীরগঞ্জে ধানক্ষেতে পোকার আক্রমণ দিশাহারা কৃষক