প্রবল বৃষ্টি উপক্ষো করে ইন্টার্ন ভাতা দাবিতে দিনাজপুরে ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করার পাশাপাশি মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা।
বুধবার সকাল ১০টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মবিরতি পালন করেছেন তারা।
প্রবল বৃষ্টি উপক্ষো করে তারা প্লে¬কার্ড হাতে তাদের দাবি আদায়ে বিভিন্ন ¯েøাগান দেন। এতে নেয় অংশ নেন প্রায় শতাধিক ইন্টার্ন নার্স ও ও মিডওয়াইফরা।
এসময় বক্তারা বলেন, সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতাল ইন্টার্ন নার্স হিসেবে আমরা কর্মরত আছি। এমবিবিএস, বিএসসি নার্সসহ সব ইন্টার্নি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চলাকালে ভাতার ব্যবস্থা রয়েছে। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালুকালে ভাতার কথাও বলা হয়। কিন্তু গত দুইবছর ধরে আমরা দিনভর অক্লান্ত শ্রম দিয়ে নিয়মিত কাজ করেও কোনো বেতন ভাতা পাচ্ছি না। তাই বেতন ভাতার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
ডিপে¬ামা ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার আহŸায়ক এনামুল হক , যুগ্ম আহŸায়ক তাহরিমা আক্তার জিমী, সদস্য সচিব সঞ্চয় বাসকে বক্তব্য রাখেন।