রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেন (১১) হত্যার বিচারের দাবি ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবিতে মানববন্ধন পালিত হয়। ১৬ জুলাই রোববার সকালে মুরাদের পরিবার ও মোহাম্মদপুর এলাকাবাসীর পক্ষ থেকে পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার এসে মুরাদের পিতা-মাতা ও বিক্ষুব্ধ এলাকাবাসীকে জানান, এ মামলায় আসামীদের ইতিমধ্যেই সনাক্তে কাজ চলছে। একজন তো রয়েছেই এছাড়ও আরও ২ জনের সম্পৃক্ততার ধারনা থেকে তাদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এছাড়াও ৭ দিনের মধ্যে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে, জানালে বিক্ষুব্ধ জনতা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরক্ষণেই ঘটনাস্থলে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুরাদের বাবা দারুল ইসলাম, মা মুক্তা বেগম, এলাকাবাসীর পক্ষে রনজিৎ, পারুল, শরিফুল ইসলাম, রেখা রানী, গোলাম মোস্তফা প্রমুখ। মুরাদের মা মুক্তা বেগম বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো: মাসুদ (২১) কে পুলিশ গ্রেফতার করে। ৩ দিনের রিমান্ড নেয়। রিমান্ডে মুরাদ হত্যার সাথে সে জড়িত ছিল বলে গুরুত্বপুর্ন তথ্য দিলেও তাকে কিছুদিন পরেই জামিন দেওয়া হয়। মাসুদের জামিনের পর থেকেই সে ও তার পরিবারের লোকজন আমাদের হত্যা ও আমার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারনে মুরাদের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, সেই সাথে মাসুদের জামিন বাতিল করে পুনরায় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ৪ মে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে মো: মুরাদ হোসেন (১১) নামে ঐ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৫০০জন কর্মজীবী মা’কে স্বাস্থ্যসেবা প্রদান

পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় চা উৎপাদনে আবারও রেকর্ড গত বছর উৎপাদন হয়েছে ১ কোটি ৭৮ লক্ষ কেজি চা

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

ঠাকুরগাঁওয়ে রক্তের দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেদ সম্পাদক লিপন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত