বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পায়তারায় জোসনা বেগমের পরিবার দিশেহারা। বর্ষা গ্রামের ইলেকট্রনিক মেকার দরিদ্র আনারুল ইসলামের স্ত্রী জোসনা বেগম(৪৫) অভিযোগ করে জানান, তার নিজ নামীয় ক্রয়কৃত বর্ষা মৌজার খতিয়ান নং-৬০২, দাগ নং- ৪৪৬ এর সাড়ে ২৪ শতাংশ জমিতে দীর্ঘদিন থেকে ঘর বাড়ি নির্মাণ করে ভোগদখল সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ও শাক- সবজি চাষাবাদ করে আসছিলেন। শনিবার ২৪ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় জমি- জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত সম্পত্তি জোরপূর্বক দখলের নিমিত্তে একই এলাকার মৃত রমজানের ছেলে তরিকুল ইসলাম(৪০) এর নির্দেশে তারই সহোদর দুই ভাই দেলোয়ার(২৬), নজরুল(৪২), মৃত আকবর আলীর তিন ছেলে জিয়ারুল(৩০), আলমগীর(২৫), হুমায়ুন(২৬), তরিকুলের স্ত্রী কুলসুম(৩৫), মৃত এমদাদুলের ছেলে জুয়েল (২৭)ও জনৈক মতিয়ার (৫০) সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে অবৈধ ভাবে আমিন দ্বারা মাপযোগ করে জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে জোছনা বেগম বাধা প্রদান করেন। এসময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা প্রানে মারার জন্য উদ্যত হলে জোসনার আত্মচিৎকারে আঃ জলিল, শাহিন, ইসা সহ প্রতিবেশী আরো অনেকে আসলে বিবাদীগন জোরপূর্বক জমি জবরদখল করে ভোগদখল করবে এবং পুনরায় বাধা দিলে মারপিট করে প্রানে মেরে ফেলবে মর্মে প্রকাশ্যে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে দূঃস্কৃতিকারীদের প্রাননাশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শনের মুখে জিম্মি অসহায় জোসনা বেগম তাদের পরিবারের জান- মাল সহ সারাজীবনের সঞ্চয়কৃত পুঁজি দিয়ে ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করতে ও বর্ণিত সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদীদের দ্বারা মারপিট সহ শান্তি ভঙ্গের আশঙ্কায় বীরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।