রোটারী ক্লাব অব দিনাজপুর রোটাবর্ষ ২০২৪-২০২৫ মেয়াদে ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট নির্বাচিত হয়েছেনএসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার।
তিনি ২০১৮-২০১৯ রোটাবর্ষে ক্লাবের সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সালে রোটারী ক্লাব অব দিনাজপুরে যোগদান করেন। সেই থেকে আর্ত-মানবতার কল্যাণে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯øাতক এবং বিআইবিএম থেকে এমবিএম ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র ও এক কন্যার জনক। ছোটবেলা থেকেই তিনি সংগঠনের সাথে যুক্ত হয়ে মানবতার কল্যাণে কাজ করে আসছেন। এব্যাপারে এটিএম নুর নবী সরকার বলেন, আগামী ২০২৪-২০২৫ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছি। আমি বিশ্বাস করি আমার জন্য এটি একটি গুরুদায়িত্ব। ক্লাবের সকলকে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াব। আমার বিশ্বাস আমার যারা সিনিয়র ক্লাব মেম্বার রয়েছেন তাদের সহযোগিতা পাব।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় বরযাত্রীর একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশের এসআই (ডিএসবি) এবং অন্যজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।