বৃহস্পতিবার “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদকে সামনে রেখে দুপুর ১২ টায় দিনাজপুরে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল ও প্রীতি উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেয়। দুপুর সাড়ে ১২ টায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেন সরকার, সহকারী শিক্ষক মোঃ শিহাব উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, ডালিম কুমার রায় প্রমূখ।