পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ব্র্যাকের সদর শাখা অফিসের উদ্যোগে সদর ইউনিয়নের সিতাগ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ৪৬ জন আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম-ইউপিজি’র অতিদরিদ্র সদস্যের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রতিজন সদস্যকে একটি করে পেঁপে, একটি করে লেবু ও একটি করে মরিচের চারা প্রদান করা হয়। এ উপলক্ষে গত বুধবার বিকেলে ৩ নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজ করা হয়। এতে সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান, সদস্য হাসিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামসহ চা ফ্যাক্টরীর ম্যানেজারবৃন্দ, কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আব্বাস আলী, সানোয়ার ও ইব্রাহিম আলী প্রমুখ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক মো: সুজাউদ্দৌলা। এর আগে গত মঙ্গলবার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী গ্রাম শক্তি কমিটির উদ্যোগে ৪৮ জন ইউপিজি সদস্যের মাঝে একটি করে আমড়া ও একটি করে লেবুর চারা বিতরণ করা হয়।