শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৬, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম এর সঞ্চালনায় “জন্ম ও মৃত্যু”নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ, শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সচিব একেএম হাসান নুর জামান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম এ কাদের ও মোঃ তোরাব হোসেন, সংবাদকর্মী, দিনাজপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও