পীরগঞ্জ প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ৩দিনে ২৮৮জন কোভিডÑ১৯ টিকা গ্রহন করেছেন।একই সময়ের মধ্যে টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৯০০জন।
গত রবিবার সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিক ভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নিজে টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন । অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম সহ অনান্য সরকারি কর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহন করেন। সরকারি ভাবে বরাদ্দকৃত ৪হাজার ডোজ টিকা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহন করে বলে জানা গেছে।