দিনাজপুর লায়ন্স ক্লাব এর অক্টোবর সেবা মাস-২০২৩ উদযাপন উপলক্ষে ৮দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ১০টায় শহরের মুন্সিপাড়াস্থ একাডেমি স্কুল প্রাঙ্গণে দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এমএ খালেক ও সেক্রেটারী লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবুর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ট্রেজারার ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ মোকাররম হোসেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ শাহ্ আলম, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ মোকাররম হোসেন খান, নির্বাহী সদস্য লায়ন মোঃ হোসেন আলী, পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, দিনাজপুর একাডেমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ। এসময় দিনাজপুর লায়ন্স ক্লাবের এ.ও মোঃ আব্দুস সবুর উপস্থিত ছিলেন। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।