বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর (প্রতিনিধি): এক সাথে চলবো, সুন্দর সমাজ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়নে বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ অক্টোবর -২০২৩) রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার সদস্য মোঃ আবু হুসাইন বিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালের কন্ঠ শুভ সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মা ও মোঃ রুবেল ইসলাম শাহ্।
অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত উল্লাহ সিয়াম, সাধারন সম্পাদক মোঃ নুরনবী ।
এ সময় বিভিন্ন ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।