হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নাসির উদ্দীনের ছেলে রমজান আলী (২৫) এবং একই গ্রামের মোস্তফার ছেলে মমিন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ইসার নেতৃত্বে থানার একটি টিম মুন্নাটলী বাজার হইতে মেদনীসাগরগামী পাকা রাস্তার মাথা আটঘরিয়া থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হরিপুর থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।