পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১১৯টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে মোট ৫৯.৫ মেট্টিক টন চালের ডিও প্রদান করা হয়। ডিও তিরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক আলোচনা হয়। আলোচনায় অংশ নেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার(ভ’মি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গির আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শিল।এসময় প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।