হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেল ৫টার দিকে হিলির ছাতনি চারমাথা বাজারে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। সেই সাথে দোকানদুটি থেকে সকল নিষিদ্ধ সিরাপ জব্দ করে তা ধ্বংস করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে আজ বিকেলে হিলির ছাতনি চারমাথা বাজারে বেলাল হোসেন ও মোতালেব হোসেনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় দুটি দোকান থেকে প্রায় ২হাজার পিস নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে বেলাল হোসেনকে ৫০ হাজার টাকা ও মোতালেব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিষিদ্ধ সিরাপ বিক্রয় না করে সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।