বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভূয়া বীর মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে অবৈধ প্রভাব বিস্তার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে পলাশবাড়ী তহসীল অফিস ওয়াক্তিয়া মসজিদের ইমাম মোঃ কামরুজ্জামান (৪০) অভিযোগ করে জানান, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯ টায় বাহির হতে বাড়ি ফেরার পথে তার বাড়ির প্রবেশ রাস্তায় হঠাৎ বাঁশের বেড়া দ্বারা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের নিকট বেড়া দেয়ার কারণ জানতে চাইলে একই এলাকার নামধারী ভূয়া মুক্তিযোদ্ধা মৃতঃ হাবিবুর রহমানের ছেলে মকবুল হোসেন(৬২), মকবুল হোসেনের ছেলে শাহজাহান আলী (৪২), ইলিয়াস হোসেন(৩৫), ইখলাছ আলী(৩২), রুহুল আমীন(২০) ও শাহজাহানের স্ত্রী মরিয়ম (৩০) বে-আইনিভাবে দলবদ্ধ হয়ে বাঁশের লাঠি সোটা, লোহার রড,হাঁসুয়া,ধারালো অস্ত্র ইত্যাদি মারাত্মক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মকবুলের হুকুমে নিরিহ কামরুজ্জামানের মাথা,বুক ও শরীরের বিভিন্নস্থানে মারডাঙ্গে আহত করে ও হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে । আহতের প্রান বাঁচাতে এসে সহোদর বোন রাহিমা খাতুন(৩৫) এর শ্লীলতাহানি ঘটায় ও হাতের হাড় ভেঙ্গে তাকেও গুরুতর আহত করে। এসময় ডাকচিৎকারে পরিবারের রফিকুল, শাহিনুর, নজরুল,সাবিনা সহ আরো অনেকে এগিয়ে আসলে আক্রমণকারীরা প্রকাশ্যে প্রাণনাশ, বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদশর্ন করে পালিয়ে যায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ও রেফার্ড করলে কামরুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণে মোঃ কামরুজ্জামান বীরগঞ্জ থানায় বাদী হয়ে ১৭ নভেম্বর ও ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায়, মামলা নং- ০৮ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টি করে মারপিটকারী মোঃ ইলিয়াস হোসেন তার পিতাঃ মোঃ মকবুল হোসেন নামের সাথে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ৪ জানুয়ারি ২০২১ ইং বীরগঞ্জ থানায় অপর একটি মিথ্যা ও বানোয়াট মামলা আনয়ন করে, যার নং ০২। মোঃ কামরুজ্জামান আরো অভিযোগ করে বলেন, অপর এই মামলায় আমার বড় ভাই নির্দোষ আনসার সদস্য রফিকুল ইসলাম গ্রেপ্তার ও নিরুপায় হয়ে ১০ দিনের জেল খাজত খাটে এবং সারাদেশের বীর মুক্তিযোদ্ধার নামের তালিকায় না থাকা মকবুল হোসেন ভূয়া মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা চালিয়ে দায়েরকৃত মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও প্রভাবিত করে হুমকি প্রদশর্ন, সীমাহীন হয়রানীকরা সহ জানমালের ক্ষয়ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকায় আমার পরিবার চরম অনিরাপত্তায় ভুগছেন।এ ব্যাপারে অসহায় কামরুজ্জামান সঠিক বিচারের আশায় বিচারকের দ্বারে দ্বারে ঘুরছে। তাই ভুক্তভোগী পরিবারের সদস্যরা উল্লেখিত বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীসহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা শ্রমিক লীগের শ্রদ্ধা

বীরগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী’র নির্বাচনীয় অফিস উদ্বোধন

বীরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস – ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে চার জুয়াড়ী আটক

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

বিশ্ব তামাক মুক্ত দিবসের মানববন্ধনে বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক