কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীত জেঁকে বসছে দিনাজপুরে। এতে অসহায়, দরিদ্র, ছিন্নমুল মানুষের পাশে রাতের আধারেই শীতবস্ত্র নিয়ে পাশে দাড়িয়েছে র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা।
র্যাবের এই মানবিক প্রচেষ্ঠায় শীতবস্ত্র পেয়ে স্বস্থি প্রকাশ করেছেন অসহায় মানুষগুলো। অসহায় শীতার্ত মানুষদের একটু উষ্ণতা ও স্বস্থি দিতেই এই মানবিক কার্যক্রম চালাচ্ছে র্যাব।
বৃহস্পতিবার রাতে দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকাসহ বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ও ছিন্নমুল মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন র্যাব-১৩এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রাজ্জাক খান।
র্যাব-১৩এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রাজ্জাক খান জানান, বিজয় দিবস উপলক্ষে র্যাব-১৩ রংপুর, এর আওয়তাধীন ৮টি জেলায় এ কার্যক্রম ১৬ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের প্রতি র্যাব এ ধরনের মানিবক কার্যক্রম চালিয়ে আসছে।