পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দূর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগায়ের পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার(১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজীত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে অংশ নেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার(ভ’মি) আব্দুল্লাহ আল্ রিফাত, পীরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অনেকেই