বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা, দোয়া, মুনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের সামনে ফুড প্যালেস চাইনিজ রেস্টুডেন্টে রবিবার ( ১ মে -২০২২) বিকেলে জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মোঃ নিজামুদৌলা মতি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মিলন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সহ সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সিনিয়ার সহ সভাপতি মিজানুর রহমান মিজু, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক ছাত্র নেতা বদরুল আসলাম নয়া মিয়া, ছাত্র নেতা নিহাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাপার নবীন ও প্রবীন নেতাদের মধ্যে হবিবর রহমান হবি, রইসুল ইসলাম, আজগর আলী, মাসুদ রানা সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পাটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যন পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা, চেয়ারম্যন জিএম কাদের সহ জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মরিচা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি হাফেজ মোঃ আবুল কালাম আজাদ। দোয়া শেষে পার্টির নেতা কর্মীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।