স্টাফ রির্পোটার ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি অফিস হলরুমে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচির আওতায় (টি আর) প্রকল্পের মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের চেক বিতরণ করা হয়।
এবারই প্রথম অনুষ্ঠানিক ভাবে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪১ লক্ষ টাকার ৭০টি প্রকল্পে মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুয়েল মার্ডির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক ঠিকাদার আবু তাহের। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সদস্য নাজমুল হোসেন,কাউন্সিলর ইসাহাক আলী, অফিস সহকারি শাহনেওয়াজসহ বিভিন্ন মসজিদ,মন্দিরের সভাপতি-সম্পাদকরা।