বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর উপর ৫৯১ মিটার পিসি গার্ড়ার ওয়াই ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় এর বাস্তবায়নে গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বহুল প্রত্যাশিত ওয়াই ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান এর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন। ১শত ১৬ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সুত্রে জানা গেছে। উল্লেখ্য যে, স্বাধীনতার পর থেকে করতোয়া নদীর মাড়েয়া আউলিয়ার ঘাটে একটি ব্রীজ নির্মানের জন্য এই উপজেলার মানুষ র্দীঘদিন ধরে দাবী জানিয়ে আসছিল। গত বছরের ২৫ সেপ্টম্বর এই আউলিয়ার ঘাটে নৌকা ডুবি ঘটনায় ৭২ জন মৃত্যুবরণ করেন। আউলিয়ার ঘাটে এই ব্রীজটি নির্মাণ করা হলে এই উপজেলার মানুষের যাতায়াত সুবিধা সহ ব্যবসা বানিজ্যর প্রসার ঘটবে বলে সচেতন মহল মনে করছে।