শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে নিজ বাড়ীর সামনে সবজী ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২০, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে হাবিবুর রহমান (হিটলার) নামে এক সবজী ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার লাশটি নিজ বাড়ীর দরজার সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার (দক্ষিণপাড়া) নিজ বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুর রহমান (হিটলার) (৪৫) বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার (দক্ষিণপাড়া) মনছের আলীর ছেলে।
তিনি নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে এসে প্রায় ৩৫বছর যাবত বিরামপুরের ওই মহল্লায় বসবাস করছেন। সে পেশায় একজন সবজি ব্যবসায়ী। সে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজির ব্যবসা করতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে ।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান দোকানের কাজ শেষে প্রতিদিনের ন্যায় রাতে বাড়ি ফেরেন। বুধবার রাতে বাড়ি ফিরে রাতের খাবার খান। খাবার শেষে দিবাগত রাত ১২টার দিকে একটু বাড়ির বাইরে যান। সবাই ঘুমিয়ে পড়ায় রাতে আর কেউ তার খোঁজ নেয়নি। বৃহস্পতিবার ভোরে হাবিবুর রহমানের স্ত্রী ঘুম থেকে ওঠে দেখেন তার স্বামী বাড়িতে নেই। তখন তার ছেলে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির দরজা খুলতে গিয়ে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে তাঁদের ছেলে আলফাদ হোসেন (১০) দেয়াল টপকে বাড়ির বাইরে গিয়ে দরজার সামনে বাবার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দুর্বৃত্তরা সম্ভবত তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর এক ব্যবসায়ী করোনায় মৃত্যু

দিনাজপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে স্মার্টফোন না পয়ে কিশোরের আত্নহত্যা

দিনাজপুর শহরের হোটেল ও ফল ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরে সেফ ব্রাউজিং ইম্পাওয়ারিং টেকনোলজি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান